মহেন্দ্র সিং ধোনিকে আরও একটি নামে চেনে সবাই- ‘ক্যাপ্টেন কুল’। মূলত চাপের মুখে শান্ত থেকে মাঠে দারুণ সব সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকায় ভক্তরা ভালোবেসে ভারতের সাবেক অধিনায়ককে এই নামে ডাকেন।
আগামী জুলাইয়ে ৪৪ এ পা দেবেন মহেন্দ্র সিং ধোনি। খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে তার ক্রিকেট ছাড়ার প্রসঙ্গটি। বিশেষ করে আইপিএলের ১৮তম আসরের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ধোনির অবসর ইস্যু। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজে বিষয়টি নিয়ে মুখ খুলে সব কৌতুহলের জবাব দিলেন।